চাহিদা বিধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর

চাহিদা বিধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। অথবা, চাহিদা বিধি কি ? চিত্রে দেখাও। অথবা, চাহিদা বিধিটি কি?


→ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার পরিমাণের এই বিপরীত সম্পর্ককেই চাহিদা বিধি বলে।


বিধিটি চিত্রের সাহায্যে ব্যাখ্যাঃ

চাহিদা বিধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। অথবা, চাহিদা বিধি কি ? চিত্রে দেখাও। অথবা, চাহিদা বিধিটি কি?


চিত্রে, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম বিবেচিত। DD' চাহিদা রেখা। যখন দাম P1 তখন চাহিদার পরিমান Q1 ফলে ৭ বিন্দু পাই। দাম যখন বৃদ্ধি পেয়ে P2 হয় তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে Q2 হয় । ফলে b বিন্দু পাই। আবার দাম P2 থেকে Q3 তে বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ Q2 থেকে হ্রাস পেয়ে Q3 হয়। ফলে C বিন্দু পাই। 


a, b, c বিগুলো যোগ করে বাম থেকে ডানদিকে নিম্নগামী চাহিদা রেখা (DD') পাওয়া যায়। যা দামের সাথে চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করে। ইহাই চাহিদা বিধি।


  • আরও পড়ুন:
  1. চাহিদা সূচী ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য লিখ।
  2. চাহিদার নির্ধারক সমূহ কি কি ? / চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে?
  3.  ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা কর।
  4. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
  5. মিশ্র অর্থনীতির মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
  6. সংখ্যাগত উপযোগ ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য আলোচনা কর।
  7. একটি কাল্পনিক চাহিদাসূচী থেকে চাহিদারেখা অঙ্কন কর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ