চাহিদা সূচী ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য লিখ

চাহিদা সূচী ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য লিখ। অথবা, চাহিদা সূচী ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর। অথবা, সূচী ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য কি?


→ চাহিদা সূচী ও চাহিদা রেখার মধ্যে মৌলিক কোন পার্থক্য না থাকলেও পদ্ধতিগত পার্থক্য রয়েছে । চাহিদা সূচী ও চাহিদা রেখার মধ্যে পার্থক্যসমূহ নিচে আলোচনা করা হলোঃ


১. সংজ্ঞাগত পার্থক্যঃ দাম ও চাহিদার মধ্যকার বিপরীত সম্পর্ক তালিকার মাধ্যমে প্রকাশ করাকে চাহিদা সূচী বলে। অন্যদিকে, চাহিদা সূচীর জ্যামিতিক প্রকাশই হল চাহিদা রেখা।


২. প্রকাশের ধরণ : চাহিদা সূচীতে দাম ও চাহিদার সম্পর্ক গানিতিকভাবে প্রকাশ করা হয়। অন্যদিকে, চাহিদা রেখাতে দাম ও চাহিদার সম্পর্ক জ্যামিতিক ভাবে প্রকাশ করা হয়।


৩. অবস্থান : চাহিদা সূচীতে বামদিকে দাম এবং ডানদিকে চাহিদার পরিমাণ দেখানো হয়। অন্যদিকে, চাহিদা রেখাতে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়।


৪. নির্ভরশীলতা : চাহিদা সূচী চাহিদা রেখার উপর নির্ভরশীল না অন্যদিকে, চাহিদা রেখা চাহিদা সূচীর উপর নির্ভরশীল।


চাহিদা সূচী ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য লিখ। অথবা, চাহিদা সূচী ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর। অথবা, সূচী ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য কি?


  • আরও পড়ুন:
  1. চাহিদার নির্ধারক সমূহ কি কি ? / চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে?
  2.  ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা কর।
  3. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
  4. মিশ্র অর্থনীতির মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
  5. সংখ্যাগত উপযোগ ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য আলোচনা কর।
  6. একটি কাল্পনিক চাহিদাসূচী থেকে চাহিদারেখা অঙ্কন কর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ