জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার আগে অবশ্যই জেনে নিন | সাবজেক্ট চয়েস ও কলেজ চয়েজ | অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

 

অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে | অনার্স ভর্তি সাবজেক্ট চয়েস ও কলেজ চয়েজ | জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি

পোস্টটি সম্পূর্ন পড়ার অনুরুদ রইলো শুধু আপনাদেরই ভালোর জন্য।

প্রথমেই আলোচনা করবো সাবজেক্ট চয়েস ও কলেজ চয়েজ নিয়ে।  

আপনি আবেদনের সময় নিজের পছন্দ কে সর্বোচ্চ প্রায়োরিটি দিন। আপনি যদি একটা সেইফ পজিশনে থাকতে চান তাহলে আমি এখন যেই পরামর্শ গুলো দিবো এগুলো মাথায় রেখে আবেদন করবে।

বিজ্ঞান থেকে যাদের ( SSC+HSC ) মোট GPA 9.5 এর কম এবং মানবিক ও বাণিজ্য থেকে যাদের মোট GPA 9 এর নিচে তারা জেলা পর্যায়ের সরকারি কলেজগুলোতে Apply না করে বরংচ উপজেলা পর্যায়ে ট্রাই করেন। তাহলে একটা সেইফ পজিশনে চলে আসবেন, সাবজেক্ট চয়েস ঠিকমতো দিলে ১ম বারই চান্স পেয়ে যাবেন ইনশাল্লাহ্।

আর যদি আপনার একান্তই মন চাই জেলা পর্যায়ের কলেজগুলোতে আবেদন করতে। সেক্ষেত্রে যদি আপনার GPA বিজ্ঞান থেকে 9.5/মানবিক ও বাণিজ্য থেকে 9 এর কাছাকাছি থাকে তাহলে আমার পরামর্শ থাকবে, আবেদন করার সময় GPA Requirement অনুযায়ী কম্পিউটারে যে কয়টি সাবজেক্ট শো করবে ঐ বিষয় গুলো থেকে নিচের দিকের সাবজেক্ট গুলোকে চয়েজ লিস্টের প্রথম দিকে রাখার জন্য। তাহলে আশা রাখতে পারেন। 

আপনার বিজ্ঞান থেকে 9+, বাণিজ্য থেকে 8.50+, মানবিক থেকে 8.00+ যদি রেজাল্ট থাকে তাহলে যেকোন সরকারি কলেজে চান্স পাওয়ার পসেবিলিটি আছে। এর নিচে GPA থাকলে বেসরকারি কলেজ গুলোতে আবেদন করার পরামর্শ রইলো। তবে আমি এতক্ষন যা বললাম অবশ্যই পরিবর্তন হতে পারে। আপনার জেলাতে যদি A+ এর সংখ্যা কম বা বেশি থাকে তাহলে পরিবর্তন হতে পরে। যেমন ঢাকার মধ্যে এইবার বিজ্ঞান থেকে ১,২৩,৭২০ জন, মানবিক থেকে ১৯,৬৬৪ জন এবং বাণিজ্য থেকে ১০,৩৩০ জন A+ পেয়েছে। তাহলে বুঝতেই পারছেন ঢাকা সরকারি কলেজ গুলোর মধ্যে কেমন কমপিটিশন হতে যাচ্ছে বিশেষ করে সাইন্স থেকে তাই সব দিক বিবেচনা করে বুঝেশুনে কলেজ ও সাবজেক্ট চয়েজ দিয়েন। আর এইবার জিপিএ- ৪ থেকে ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬.৬২ লাখ যা গত বছরের দ্বিগুণেরও বেশি।


ধরেন, আপনি English subject নিয়ে পড়তে চান। আপনার GPA ৮.০০ কিন্তু আপনি যেই কলেজে আবেদন করেছেন ঐ কলেজে এই সাবজেক্ট এর জন্য এই রেজাল্টে আপনি preferable না। আপনি চাইলে ওই কলেজে এই রেজাল্টে অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারেন। কিন্তু আপনি যদি English subject এই পড়তে চান তাহলে অন্য কলেজ চয়েজ করতে পারেন জেলা বা উপজেলার সরকারি কলেজ বাদে বেসরকারি গুলোতে। তাহলে আপনার পছন্দের সাবজেক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। 

এইবার সরকারি কলেজ গুলোতে চান্স পেলেও আপনার পছন্দে সাবজেক্ট নাও পেতে পারেন। কিন্তু আপনি যদি আপনার পছন্দের সাবজেক্ট এই পড়তে চান, আপনার রেজাল্ট যদি মোট-মোটি থাকে তাহলে প্রথমেই উপজেলা পর্যায়ের সরকারি কলেজ গুলোতে আবেদন করবেন তাহলে চান্স পাওয়ার সম্ভবনা বেশি। আর আপনার রেজাল্ট একটু কম হলে প্রথমেই বেসরকারি কলেজ গুলোতে আবেদন করবেন তাহলে আপনার পছন্দের সাবজেক্ট পাওয়ার সম্ভবনা অনেক বেশি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট

সব কলেজের সার্টিফিকেটের value কিন্তু same সেটা সরকারিই হোক বা বেসরকারি হোক কারণ সব কলেজকে এক জায়গা থেকেই নিয়ন্ত্রণ করা হয় same প্রশ্নে পরীক্ষা হয় এই সব কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় provide করে থাকে। তফাত টা হলো সরকারিতে খরচ কম আর বেসরকারি খরচ বেশি, yearly ১৫-২৫ হাজার টাকা লাগতে পারে। আপনি টাকার ব্যাপারটা একটু কনসিডার করতে পারলে বেসরকারিতে ভর্তি হয়ে যান। ডিসিশন আপনার, আপনি কি চান।

সর্বশেষ কথা আগে লক্ষ্য স্থির করতে হবে। আপনার কোন সাবজেক্ট ভালো লাগে, আপনি কোন বিষয় নিয়ে পড়তে চান, আপনার কাছে যেই সাবজেক্ট ভালো লাগে ওই বিষয়টাকেই প্রাধান্য দিবেন। 

মনেরাখবেন এখন প্রতিটা সাবজেক্ট এর same value.

বিজ্ঞান এর ক্ষেত্রে 

পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিসংখ্যান, ভূগোল, মনো বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি

বাণিজ্য

হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং

মানবিক

ইংরেজি, অর্থনীতি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, পরিসংখ্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ভূগোল, ইতিহাস, সমাজকর্ম,  সমাজবিজ্ঞান

এই প্রতিটা সাবজেক্টই চাকরির বাজারের demand full.

আমি যদি একটা এক্সাম্পল দেই, ইসালামিক স্টাডিজ নিয়েই দেই।


✴️#কর্মক্ষেত্র⛔ গুলো দেখেন

ইসালামিক স্টাডিজে স্নাতক ডিগ্রিধারীরা বিসিএস এর মাধ্যমে বিভিন্ন পেশায় আত্ম নিয়োগ করতে পারে, ক্লাস থ্রী থেকে অনার্স পর্যন্ত এই বিষয় পড়ানো হয়, সুতরাং যেকোনো প্রতিষ্ঠানে সুযোগ রয়েছে।

মাদ্রাসার বিভিন্ন পদে চাকুরীর সুযোগ যেমন -- দাখিল,আলিম,ফাজিল, কামিল এসব প্রতিষ্ঠানের উচ্চপদে যাওয়ার সুযোগ আপনারই আছে । তাছাড়া ইসলমী ধ্যান ধারণায় পরিচালিত প্রতিষ্ঠানে তাদের বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয় । গবেষক হিসেবেও এদের মূল্যায়ন রয়েছে।

তাছাড়া ইসলামি ব্যাংক গুলাতে বিভিন্ন অফিসার পদে জব,বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, সরকারি ধর্মীয় সেক্টর,বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির নিজের বিভাগের শিক্ষক হিসেবে ঢুকার সুযোগ ত আছেই। So প্রতিটা সাবজেক্ট importance.a


এই বিষয়ে পড়লে পাশাপাশি যে সময়টুকু চাকুরীর পড়ার জন্যে পাবেন, আমার বিশ্বাস অন্যান্য বিভাগে সেরকম পাবেননা। এরকম আরো অনেক subject আছে যে গুলোতে পড়লে চাকুরীর পড়ার পাশাপাশি আপনি par time job আরো ওই subject এর পড়া গুলোও cover করতে পারবেন।

তবে আপনি যেই সাবজেক্ট থেকেই পড়েননা কেন আপনার ঐ সাবজেক্ট এ must রেজাল্ট ভালো করতেই হবে। তাহলে You will succeed.

এখানে একটা question mone pore gelo. admission পরীক্ষায় এসেও যেতে পরে 99% কোনো না কোন জায়গায় আসবেই একটু বলেই দেই।

You will succeed. Here "succeed" is a-

(a) intransitive (b) transitive

(c) linking (d) none

Ans: A

[যে verb এরপর কোনো object বসেনা।

অর্থাৎ verb এর পর একটি adverb/adverbial phrase বসে সেই verb কেই intransitive verb বলে।]

Shortcut:

1. Intransitive verb + full stop/question mark

2. Intransitive verb + adverb/adverbial phrase

[যে verb এরপর object বসে সেই verb টি transitive বলে।]

3. Transitive verb + object (noun/pronoun/noun phrase)

4. Transitive verb + ব্যাক্তিবাচক object + বিষয়বস্তুবাচক object

EX: She presented me a book. Here "presented" is a- [ IU: 02-03]

(a) intransitive (b) transitive

(c) linking (d) none

Ans: B

আর linking verb যার বাংলা অর্থ যোগসূত্র স্থাপনকারী। এই verb টি মূলত subject o complement এর মাঝে যোগসূত্র স্থাপন করে। এখনতো বলবা ভাইয়া Complement কি?

*Complement= subject এর পরিপূরক

6. Subject + become/feel/remain/taste etc. (linking verb) + complement

Ex: He became a politician. Here "became" is a/an: [ RU: 16-17]

(a) linking verb (b) transitive verb

(c) intransitive verb (d) action verb

Ans: A

এই 3 টা থেকে (transitive, intransitive, linking verb) RU,CU, GST তে ৮০% questions করার সম্ভবনা আছে। আর অন্যান্য university তে verb থেকে questions করলে এই ৩টি থেকেই দেওয়ার সম্ভবনা বেশি।

কিছু ক্ষণের জন্য একটু অন্য জগৎ এ চলে গিয়েছিলাম তাই না!! এখানে অনেকই তো ভর্তি পরীক্ষার্থী আছ তাই ভাবলাম একটু বলেই দেই। আচ্ছা যাই হোক এখন আমরা আমাদের আলোচনায় ফিরে আসি।

সুতরাং সব subject এরই same value.

তাই সবাই সাবজেক্ট গুলো বুঝে শুনে নিয়েন।

কথায় আছে, "ভাবিয়া করিও কাজ; করিয়া ভাবিও না"।

তবে এই মুহূর্তে আপনাদের প্রতিটা সাবজেক্ট এর রিভিউ দেখা প্রয়োজন ছিল তাহলে আপনাদের সাবজেক্ট চয়েজ করতে, লক্ষ্য স্থির করতে কিছুটা সুবিধা হতো।

এই দিকনির্দেশনা অনুযায়ী যদি আপনি আবেদন করেন তাহলে ইনশাল্লাহ প্রথমেই চান্স পেয়ে যাবেন।


জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স, অনার্স ভর্তি আবেদন 2021, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২০-২১, অনার্স ভর্তি কবে থেকে শুরু, অনার্স ভর্তি ২০২১ কবে থেকে শুরু, অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২১, সরকারি কলেজে অনার্স ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে 2021, কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে 2021, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিংক, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট, অনার্স ভর্তি কবে থেকে শুরু, কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, কারমাইকেল কলেজে অনার্স ভর্তির যোগ্যতা, রাজশাহী কলেজে অনার্স ভর্তির যোগ্যতা, তোলারাম কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, টঙ্গী সরকারি কলেজে অনার্স ভর্তি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স ভর্তির যোগ্যতা 2021,চট্টগ্রাম কলেজে অনার্সে ভর্তির যোগ্যতা ২০২১, চট্টগ্রাম সরকারি কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে, রাজশাহী কোন কলেজে কত পয়েন্ট লাগবে, তোলারাম কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, সরকারি বাংলা কলেজে অনার্স ভর্তির যোগ্যতা

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. 3.50 ami ki Rajshahi anyone nongovernment College Chang hoba......

    উত্তরমুছুন
  2. চান্স হবার বিষয়টা নির্ভর করে আবেদনের উপর, ঐ কলেজে কত জন আবেদন করেছে তাদের জিপিএ কেমন, সিট কতগুলো খালি আছে সবকিছুর উপর নির্ভর করে একজন শিক্ষার্থীর চান্স হয়। তাই চান্স হবে কিনা এইটা বলা কারো পক্ষেই সম্ভব না। আবেদন করার সময় সব দিক খেয়াল রেখে আবেদন করতে হয়। আশাকরি বিষয়টি বুঝাতে পেরেছি।

    উত্তরমুছুন