মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য বা সম্পর্ক আলোচনা কর

প্রশ্ন: মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য বা সম্পর্ক আলোচনা কর।


→ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য বা সম্পর্কসমূহ নিচে আলোচনা করা হলোঃ


১. মোট উপযোগঃ একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে ।

সুতরাং মোট উপযোগ (TU) = U1+U2+U3+......+ Un


প্রান্তিক উপযোগ: একটি দ্রব্যের অতিরিক্ত ১ একক ভোগের ফলে মোট উপযোগের মাঝে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে । 

প্রান্তিক উপযোগ (MU)= TU - TUn-1



২. যদি মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে তাহলে প্রান্তিক উপযোগ বাড়ে।


দ্রব্যের একক মোট উপযোগ (TU) প্রান্তিক উপযোগ (MU)
১ একক ১ একক ১ একক
২ একক ৩ একক ২ একক
৩ একক ৬ একক ৩ একক


৩. যদি মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে তাহলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়।

দ্রব্যের একক মোট উপযোগ (TU) প্রান্তিক উপযোগ (MU)
১ একক ৪ একক ৪ একক
২ একক ৭ একক ৩ একক
৩ একক ৯ একক ২ একক
৪ একক ১০ একক ১ একক


৪. যদি মোট উপযোগ স্থির হারে বাড়ে তাহলে প্রান্তিক উপযোগ স্থির থাকে।

দ্রব্যের একক মোট উপযোগ (TU) প্রান্তিক উপযোগ (MU)
১ একক ৩ একক ৩ একক
২ একক ৬ একক ৩ একক
৩ একক ৯ একক ৩ একক


৫. মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়।

মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আলোচনা কর ৷ অথবা, মোট উপযোগ রেখা ও প্রান্তিক উপযোগ রেখা অংকন কর ও তাদের সম্পর্ক ব্যাখ্যা কর।


চিত্রে, E বিন্দুতে মোট উপযোগ সর্বোচ্চ । E' বিন্দুতে প্রান্তিক উপযোগ শূন্য ।



৬. মোট উপযোগ কমালে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়।



চিত্রে, F বিন্দুতে মোট উপযোগ কমে। F' বিন্দুতে প্রান্তিক উপযোগ ঋণাত্মক।
  • আরও পড়ুন:
  1.  ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা কর।
  2. সংখ্যাগত উপযোগ ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য আলোচনা কর।
  3. একটি কাল্পনিক চাহিদাসূচী থেকে চাহিদারেখা অঙ্কন কর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ