অনার্স প্রথম বর্ষ ব্যবসায় পরিচিতি বোর্ড প্রশ্ন ও উত্তর ২০১৬ | Honors 1st year previous year question with answer 2016

 

অনার্স প্রথম বর্ষ ব্যবসায় পরিচিতি বোর্ড প্রশ্ন ও উত্তর ২০১৬ | Hon's 1st year previous year question with answer 2016 | ব্যবসায় পরিচিতি সাজেশন | Hon's 1st year Introduction to Business Board question with answer 2016
Introduction to Business Board question with answer 2016

জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা-২০১৬

বিষয় : ব্যবসায় পরিচিতি

বিষয় কোড: ২১২৬০১

সময়- ৪ ঘণ্টা; পূর্ণমান-৮০


Honors 1st year Introduction to Business question with answer 2016 | ব্যবসায় পরিচিতি ২০১৬ সালের প্রশ্ন ও উত্তর


ক বিভাগের প্রশ্ন ও উত্তর এবং খ ও গ বিভাগের প্রশ্ন



খ-বিভাগ প্রশ্ন ও উত্তর


২. ব্যবসায়ের মৌলিক নীতিগুলোর আদর্শসমূহ আলোচনা কর। 

অথবা, সফল ব্যবসায়ের পূর্বশর্ত আলোচনা কর। অথবা, ব্যবসায়ের মৌলিক নীতিসমূহ কি?



৩. ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদানসমূহ আলোচনা কর। 

অথবা, ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ আলোচনা কর।

অথবা, ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের উপাদানগুলো বর্ণনা কর।




৪. ব্যবসায়ের কাম্য আয়তন কি?

অথবা, ব্যবসায়ের কাম্য বলতে কি বুঝ?



৫. অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের পরিনাম আলোচনা কর।

অথবা, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন না করার পরিণাম আলোচনা কর।

অথবা, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন না করার ফলাফল বর্ণনা কর।




৬. রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যসমূহ উল্লেখ কর।

অথবা, বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যাবলি বর্ণনা কর। 

অথবা, রাষ্ট্রীয় ব্যবসায় স্থাপনের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।




৭. শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য লিখ। 

অথবা, শেয়ার ও স্টকের তুলনামূলক আলোচনা কর।



৮. রাষ্ট্রীয় ব্যবসায় ও বেসরকারি ব্যবসায়ের মধ্যে পার্থক্য বর্ণনা কর। 

অথবা, সরকারি ও বেসরকারি ব্যবসায়ের পার্থক্য দেখাও।




৯. সমবায় সমিতি গঠনের উদ্দেশ্যসমূহ কী? 

অথবা, সমবায় সমিতির উদ্দেশ্য লিখ।



ব্যবসায় পরিচিতি প্রশ্ন ও উত্তর ২০১৬ | Honours 1st year previous year question with answer 2016



গ-বিভাগ প্রশ্ন ও উত্তর


১০. (ক) ব্যবসায় কি একটি পেশা? 

অথবা, কারবার কি একটি পেশা?



(খ) পেশা হিসাবে ব্যবসায়ের গুরুত্ব আলোচনা কর।

অথবা, পেশা হিসাবে ব্যবসায়ের গুরুত্ব কী? 

অথবা, তুমি কেন কারবারকে পেশা হিসেবে গ্রহণ করবে?





১১. (ক) কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝ? 

অথবা, ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝায়?



(খ) ব্যবসায়ের সামাজিক গুরুত্ব বর্ণনা কর। 

অথবা, ব্যবসায়ের সামাজিক প্রয়োজনীয়তা আলোচনা কর।




১২. (ক) একমালিকানা কারবারের উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা কর।  

অথবা, একমালিকানা কারবারের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো তুলে ধর।




(খ) একমালিকানা কারবারের সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর । 

অথবা, একমালিকানা কারবারের গুরত্ব ও সীমাবদ্ধতা সমূহ লিখ।





১৩. (ক) অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলতে কি বুঝায়?



(খ) অংশীদারি ব্যবসায় কীভাবে গঠিত হয়?




১৪. (ক) যৌথমূলধনী কোম্পানি কাকে বলে? 

অথবা, যৌথমূলধনী কোম্পানি কি?



(খ) পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য নির্ণয় কর। 

অথবা, পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে তুলনা কর ।





১৫. (ক) স্মারকলিপি কি? 

অথবা, পরিমেল বন্ধের সংজ্ঞা দাও ।




(খ) স্মারকলিপির ধারা/বিষয়সমূহ আলোচনা কর।

অথবা, পরিমেল বন্ধের ধারাসমূহ বর্ণনা কর।




১৬. (ক) বাংলাদেশে রাষ্ট্রায়াত্ত্ব ব্যবসায়ের বর্থতার কারণসমূহ বর্ণনা দাও। 

অথবা, বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ের বিদ্যমান সমস্যাসমূহের বর্ণনা দাও। 

অথবা, বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ের বিদ্যমান অসুবিধাসমূহ লিখ ।




(খ) বিরাষ্ট্রীয়করণ নীতির পক্ষে যুক্তি দেখাও। অথবা, বিরাষ্ট্রীয়করণ নীতির পক্ষে যুক্তিসমূহ তুলে ধর।




১৭. (ক) বৈদেশিক বাণিজ্য কি? 

অথবা, বৈদেশিক বাণিজ্যর সংজ্ঞা দাও।  

অথবা, বৈদেশিক বাণিজ্য বলতে কী বুঝ?



(খ) অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব বর্ণনা কর। 

অথবা, বৈদেশিক বাণিজ্যের সুবিধাসমূহ আলোচনা কর।



 আরো পড়ুন:

ব্যবসায় পরিচিতি বোর্ড প্রশ্ন ও উত্তর ২০১৬, Hon's 1st year previous year question & Answer, অনার্স ১ম বর্ষ ব্যবস্থাপনা বিভাগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০১৬, Honours 1st year Introduction to Business question answer 2016, NU Question Bank pdf, Nu Question paper 2016, Introduction to Business, ব্যবসায় পরিচিতি স্পেশাল শর্ট সাজেশন্স ২০২২, ব্যবসায় পরিচিতি অনার্স প্রথম বর্ষ সাজেশন, অনার্স ১ম বর্ষের সাজেশন ২০২১, Nu Super Suggestion Honors 1st Year, Honours 1st Year question papers 2016, ব্যবসায় পরিচিতি প্রশ্ন ও উত্তর ২০১৬, NU question bank, ব্যবসায় পরিচিতি ২০১৬ সালের প্রশ্ন, National university question paper 2016, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক, Honours 1st year suggestion 2021, অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রশ্ন 2016 ব্যবস্থাপনা বিভাগ, Honours 1st year suggestion 2021, honours 1st year previous year question 2016, honours 1st year previous year question & answer 2016, ব্যতিক্রম সাজেশন অনার্স ১ম বর্ষ, ব্যবসায় পরিচিতি সাজেশন, ব্যতিক্রম সাজেশন অনার্স ১ম বর্ষ ব্যবস্থাপনা, ব্যবসায় পরিচিতি অনার্স প্রথম বর্ষ, অনার্স ১ম বর্ষ সাজেশন ব্যবসায় পরিচিতি


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ