আফগানিস্তানের ভূমিকম্পে ঘণ্টায় ঘণ্টায় খারাপ হচ্ছে পরিস্থিতি। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গুরুতর আহতের সংখ্যা ১ হাজার ৫০০ জনের বেশি মানুষ। আজ বুধবার (২২ জুন) ভোররাতে দক্ষিণ এশিয়ার দেশটিতে ৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ইএমএসসি জানিয়েছে, প্রায় ৫০০ কিলোমিটার জায়গাজুড়ে এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে আফগানিস্তানে ব্যাপকভাবে ভূমিধস ও ঘর–বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসিকে ভূমিকম্পে হতাহতের তথ্য জানিয়েছেন পাকতিকা প্রদেশের প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আমিন হাজিফি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাউদ্দিন আইয়ুবি বলেন, দুর্গম পাহাড়ি এলাকাগুলো থেকে হতাহতের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি সঠিক তথ্য পেতে আরও সময় লাগবে। পূর্ণাঙ্গ তথ্য পেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিধ্বস্ত এলাকার গ্রামগুলোতে উদ্ধারকাজে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তালেবান সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে চিকিৎসাসরঞ্জাম ও খাবার পাঠানো হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে আফগানিস্তানের পাশাপাশি কেঁপে ওঠে প্রতিবেশী পাকিস্তান এবং ভারতও। ২০০২ সালের পর আফগানিস্তানে এটাই সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।
Afghanistan News, Afghanistan News today, Afghanistan News Bangla, Earthquake in Afghanistan, আজকের ভুমিকম্প, ভুমিকম্প, আফগনিস্তানে ভূমিকম্প, আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প
0 মন্তব্যসমূহ