সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ, সময়, প্রবেশপত্র ডাউনলোড এর সময় | A TO Z TECH BD


সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ


সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ

দেশে মোট ৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয় ইউজিসি ও বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত। তবে বর্তমানে ৪৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু আছে। কিন্ত এবার প্রথম বর্ষ অনার্সে ভর্তি পরীক্ষা নিচ্ছে ৩৯ টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে এবারে গুচ্ছবদ্ধ হয়ে ৩০টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে। গুচ্ছগুলো হচ্ছে, ২০ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়, ৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এছাড়া বাকি পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো আলাদা ভাবে পরীক্ষা নিচ্ছে। ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট আসন প্রায় ৬০ হাজার। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পরীক্ষা ছাড়াই এসএসসি-এইচএসসির প্রাপ্ত জিপিএ এর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিবে।

আরও পড়ুন:

করোনা পরিস্থিতির অবনতির কারণে বারবার সকদেশেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পেছাতে বাধ্য হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আবারও পিছাবে ভর্তি পরীক্ষা। সর্বশেষ নির্ধারিত সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী নিচে ছক আকারে দেওয়া হল -

সর্বশেষ আপডেট অনুযায়ী সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয়
ইউনিট পরীক্ষার তারিখ পরীক্ষার সময় প্রবেশপত্র সংগ্রহ
ক ইউনিট ১ অক্টোবর সকাল ১১.০০ থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত। ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে শুরু।
খ ইউনিট ২ অক্টোবর সকাল ১১.০০ থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত। ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে শুরু।
গ ইউনিট ২২ অক্টোবর সকাল ১১.০০ থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত। ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে শুরু।
ঘ ইউনিট ২৩ অক্টোবর সকাল ১১.০০ থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত। ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে শুরু।
চ ইউনিট ৯ অক্টোবর সকাল ১১.০০ থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত। ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে শুরু।
আইবিএ ১১ অক্টোবর বিকাল ৩:০০ থেকে ৫:০০ পর্যন্ত। _
প্রযুক্তি ২ অক্টোবর _
গার্হস্থ্য অর্থনীতি ১২ নভেম্বর _

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ
ইউনিট পরীক্ষার তারিখ পরীক্ষার সময় প্রবেশপত্র সংগ্রহ
বিজ্ঞান ২৯ অক্টোবর সকাল ১০ টা থেকে ১১ টা
বানিজ্য ০৫ নভেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা
কলা ও সামাজিক বিজ্ঞান ৩০ অক্টোবর সকাল ১০ টা থেকে ১১ টা

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ইউনিট পরীক্ষার তারিখ পরীক্ষার সময় প্রবেশপত্র সংগ্রহ
A Unit (মানবিক) ১৭ আগস্ট সকাল ০৯.৩০ থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত। গ্রুপ ১ (A-B-C Unit) ২৭ জুলাই হতে ২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।
B Unit (বাণিজ্য) ১৮ আগস্ট দুপুর ১২ থেকে ১ টা পর্যন্ত। গ্রুপ ২ (A-B-C Unit) "
C Unit (বিজ্ঞান) ১৬ আগস্ট বিকাল ৩ থেকে ৪ টা পর্যন্ত। গ্রুপ ৩ (A-B-C Unit) "

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ইউনিট পরীক্ষার তারিখ পরীক্ষার সময় প্রবেশপত্র সংগ্রহ
এ ইউনিট ১ ও ২ নভেম্বর _ A unit- ১৭ অক্টোবর হতে পরীক্ষা শুরুর একঘন্টা পূর্ব পর্যন্ত।
বি ইউনিট ২৭ ও ২৮ অক্টোবর _ B unit- ১২ অক্টোবর হতে পরীক্ষা শুরুর একঘন্টা পূর্ব পর্যন্ত।
সি ইউনিট ২৯ অক্টোবর _ C unit- ১৪ অক্টোবর হতে পরীক্ষা শুরুর একঘন্টা পূর্ব পর্যন্ত।
ডি ইউনিট ৩০ ও ৩১ অক্টোবর _ D unit- ১৫ অক্টোবর হতে পরীক্ষা শুরুর একঘন্টা পূর্ব পর্যন্ত।
বি-১ উপ-ইউনিট ৫ নভেম্বর সকাল ৯:৪৫ টায় B1 unit- ২১ অক্টোবর হতে পরীক্ষা শুরুর একঘন্টা পূর্ব পর্যন্ত।
ডি-১ উপ-ইউনিট " দুপুর ২:১৫ টায় "

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ইউনিট পরীক্ষার তারিখ পরীক্ষার সময় প্রবেশপত্র সংগ্রহ
A ইউনিট তারিখ এখনও ঠিক হয়নি। _ জানিয়ে দেওয়া হবে।
B ইউনিট _ _ _
C ইউনিট _ _ _
C1 ইউনিট _ _ _
D ইউনিট _ _ _
E ইউনিট _ _ _
F ইউনিট _ _ _
G ইউনিট _ _ _
H ইউনিট _ _ _
I ইউনিট _ _ _

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা
ইউনিট পরীক্ষার তারিখ পরীক্ষার সময় প্রবেশপত্র সংগ্রহ
A Unit (বিজ্ঞান) স্থগিত করা হয়েছে নতুন তারিখ খুব শীঘ্রই প্রকাশিত হবে। _ _
B Unit (মানবিক) _ _ _
C Unit (বাণিজ্য) _ _ _

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়
অনুষদ পরীক্ষার তারিখ পরীক্ষার সময় প্রবেশপত্র সংগ্রহ
মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি স্থগিত করা হয়েছে নতুন তারিখ খুব শীঘ্রই প্রকাশিত হবে। _ _
শিপিং অ্যাডমিনিস্ট্রেশন _ _ _
আর্থ এন্ড ওশান সায়েন্স _ _ _
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি _ _ _

ডুয়েট
ইউনিট পরীক্ষার তারিখ পরীক্ষার সময় প্রবেশপত্র সংগ্রহ
সিভিল ইঞ্জিনিয়ারিং ০৫ সেপ্টেম্বর ১ম পত্র – সকাল ১০ টা থেকে ১১ টা
২য় পত্র – ১১ টা থেকে ১২ টা
০২ মে থেকে ১৮ আগস্ট
কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং " " "
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ০৫ সেপ্টেম্বর ১ম পত্র – দুপর ০২ টা থেকে ০৩ টা
২য় পত্র -বিকাল ০৩ টা থেকে ০৪ টা
"
মেটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং " " "
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ০৬ সেপ্টেম্বর ১ম পত্র – সকাল ১০ টা থেকে ১১ টা
২য় পত্র – ১১ টা থেকে ১২ টা
"
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং " " "
আর্কিটেকচার ০৬ সেপ্টেম্বর ১ম পত্র – দুপর ০২ টা থেকে ০৩ টা
২য় পত্র -বিকাল ০৩ টা থেকে ০৪ টা
"
ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং " " "
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং " " "

অন্যান্য বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ পরীক্ষার সময় প্রবেশপত্র সংগ্রহ
চুয়েট,কুয়েট ও রুয়েটি (প্রকৌশল গুচ্ছ) ১২ আগস্ট ক-গ্রুপ ➡️ সকাল ১০:০০ - ১২:৩০ মিনিট পর্যন্ত। খ-গ্রুপ ➡️১২:৪৫ - ১:৪৫ মিনিট পর্যন্ত। _
টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০ আগস্ট সকাল ৯:৩০ থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত। গত ২৪ মে থেকে ৬ জুন পর্যন্ত সময় ছিল।
সমন্বিত(সাত) কৃষি বিশ্ববিদ্যালয় ২৭ নভেম্বর সকাল ১১:৩০ থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত। ২৪ অক্টোবর
বুয়েট স্থগিত _ _
ডুয়েট ৫ ও ৬ সেপ্টেম্বর _ ০২ মে থেকে ১৮ আগস্ট পর্যন্ত।
ডেন্টাল কলেজ স্থগিত _ _
বিইউপি স্থগিত _ _
আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল ১৪ আগস্ট বিকাল ৪.০০ টা _
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ৭ আগস্ট _ ১৫-২০ জুলাই
মেডিকেল ০২ এপ্রিল (পরীক্ষা সম্পন্ন)
MIST ০৫ মার্চ (পরীক্ষা সম্পন্ন)
বুটেক্স অধিভুক্ত ৭ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ০৬ সেপ্টেম্বর _ _

জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রকাশিত হয়নি।



কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হলে এবং যেই বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত আছে ওইগুলোর তারিখ, সময়, প্রবেশপত্র সংগ্রহের সময় প্রকাশিত হওয়ার সাথে সাথে এখানে যুক্ত করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ